Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা
বিস্তারিত

১। মহিলাদের ক্ষেত্রে/ পক্ষে জানা সম্ভব হয় না যে তাদের জন্য (গর্ভবতী মা) কখন বরাদ্দ আসে; কি ভাবে নিবাচিত  বা নাম তালিকা ভুক্ত করা যাবে  ধারণা নেই ।

২। নাম তালিকা ভুক্তর জন্য প্রয়োজনীয় আবেদন পত্র পাওয়া যাবে বা কোন দপ্তরে  যেতে হবে ধারণা নেই ।

৩। নাম তালিকাভভুক্তি হয়েছে কিনা তা না জানা।

৪। ইউপি হতে কখন ভাতার অর্থ বিতরণ করা হবে জানায় না

৫। কি পরিমাণ ভাতা কত দিন পাওয়া যাবে সে সম্পকে স্বচ্ছ ধারণা থাকে না।

৬। দুর্গম  এলাকার ভাতা  ভোগীর  ভাতা তোলা কষ্টসাধ্য।

৭। আবেদন পত্র সঠিক ভাবে পূরণ না থাকায়  ভাতা গ্রহণে সময়  জটিলতার সৃষ্টি হয়। ফলে সেবা পায় না।

৮।  সঠিক ভাবে আবেদন পূরণ না করা ও প্রয়োজনীয় কাগজপত্র  না দেওয়ায় প্রকৃত আবেদন কারী বাদ পড়ে য়ায়।

৯। ভাতা গ্রহণের কার্ডটি কাগজের তৈরি হওয়ায়  অনেক সময় তা নষ্ট হয়ে যায়। ফলে ভাতা গ্রহণে বিলম্ব হয়।

১০। কার্ডটি হারিয়ে ফেললে ভাতা সাময়িকভাবে বন্ধ থাকে।  তিনি সেবা হতে বঞ্চিত হন।